ব্র্যান্ডঃ
বিজয়ীদের তালিকায় রয়েছেন ইতালির ফুটওয়্যার থেকে মোঃ আবদুল মান্নান, আর কে মেটাল থেকে পরিতোষ কুমার মালো, ডায়নামিক প্রোলাইসিস থেকে বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং টিডব্লিউসি থেকে ড. খালেদা আদিব।
এছাড়াও, এমএসএমই সম্মাননা বৈশ্বিক কল্যাণের জন্য অবদান রাখা ব্যবসার জন্য চ্যাম্পিয়ন অফ কজ-কে শ্রদ্ধা জানায় এবং এই বিভাগের বিজয়ীদের মধ্যে রয়েছেন ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স-এর ওয়াহিদা খানম, ইএসডিও-এর ড. মোঃ শহিদুজ্জমান, নিউরোশেড-এর ঝুমোনা মুল্লিক, মন বাগান-এর সমীরন দত্ত এবং বেলাশেষে-এর তসলিমা ফেরদৌসী মিলি।
এমএসএমই সম্মাননার শেষ বিভাগের মধ্যে রয়েছে নিউজেন আইকন। এই বিভাগটি উদীয়মান এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করে। এই বিভাগের বিজয়ীরা হলেন জেআরসি আইওটি বোর্ডের রেদোয়ান ফেরদৌস, পিউপিল স্কুল বাসের মোঃ আবদুর রশিদ সোহাগ, বিগ শটের ফারহান তানভির, কেক স্টোরির নুরুল হাসান এবং শপআপের আফিফ জামান।
এমএসএমই সম্মাননা বিভিন্ন ক্ষেত্র ও অঞ্চলে উদ্ভাবন, স্থিতিস্থাপকতা এবং উৎকর্ষকে উৎসাহিত করতে, এমএসএমই-এর অমূল্য অবদানকে উদযাপন ও প্রচার করে চলেছে।
এই সম্মাননাগুলো উদ্যোক্তা, উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের চেতনার প্রমাণ হিসাবে কাজ করে।
-শিশির