২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু

কেরানা সংবাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫২ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯১৩ জনে।

২৭ এপ্রিল, সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, নতুন মারা যাওয়াদের মধ্যে ঢাকায় তিনজন এবং বাকিরা অন্য জেলায় মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৩৮১২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা সোমবার, ২৭ এপ্রিল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭ হাজার ৮০ জনে।

গত ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-এমএম

FacebookTwitter