সিটি করপোরেশনঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু করা হবে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা নগরীর কোরবানির বর্জ্য অপসারণেরও ঘোষণা দেন তিনি।
আজ ১ আগস্ট, শনিবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আযহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএসসিসি মেয়র।
এসময় তিনি আরো জানান, গতকাল রাত ১২টার পর থেকেই কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণের কার্যক্রমও শুরু হয়েছে।
কোরবানির বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান শেখ ফজলে নূর তাপস।
-কেএম