ব্যবসা-বািণজ্যঃ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের একটি দলে আজ রাজধানীর বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেছে।
তারা মহনগরীর শ্যামবাজারে অবস্থিত ফয়সাল এন্টারপ্রাইজ এবং মেসার্স আয়নাল এন্ড সন্স নামক দুটি প্রতিষ্ঠানে মূল্যতালিকায় লেখা আদার দাম ২৩৫ টাকার ক্রয় মূল্যের রশিদ অর্থাৎ কেজিপ্রতি কত টাকা পড়েছে সেটি দেখতে চাই।
ফয়সাল এন্টারপ্রাইজ তা প্রদর্শন করতে পারেনি, বরং জানায় চট্টগ্রামের আমদানিকারক তাদের ২৩৫ টাকা কেজি করে আদা বিক্রির কথা বলেছে।
উক্ত আমদানিকারক এর কাছে মোবাইল ফোনে গত কয়েক দিনের এলসি সর্বোচ্চ মূল্য ৯৭ টাকার আদা কিভাবে ২৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে তার ব্যাখ্যা চাওয়া হলে তা তিনি দিতে পারেননি। অতঃপর তিনি মোবাইলে কথোপকথনের এক পর্যায়ে ফয়সাল এন্টারপ্রাইজকে ১২০ টাকা কেজিতে আদা বিক্রি করতে বলেন।
এছাড়া ফয়সাল এন্টারপ্রাইসকে ২০০০০ টাকা এবং মেসার্স আয়নাল এন্ড সন্সকে ৫০০০টাকা জরিমানা করা হয়। এছাড়াও মিরপুর শাহ আলী পাইকারি বাজারে অতিরিক্ত দামে আদা বিক্রয় করার অপরাধে দশটি প্রতিষ্ঠানকে ৪০০০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
-শিশির