চতুর্থ ধাপের ১২২ উপজেলার মধ্যে ২১টিতে বিনা ভোটে জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ১১ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এবং ১৬ উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন একক প্রার্থীরা। তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন।
আগামী
৩১ মার্চ চতুর্থ ধাপে নির্বাচন হবে। গত সোমবার ছিল এ ধাপে মনোনয়নপত্র জমা
দেওয়ার শেষ দিন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের মোট
৩৬৬টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ হাজার ৪৪৩ জন। যাদের মধ্যে
৪৮ জনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
বুধবার বাছাইয়ের পর ১৩ মার্চ
পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন চতুর্থ ধাপের প্রার্থীরা। তখনই
একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাছাইয়ে কারও
মনোনয়নপত্র বাতিল হলে, কেউ প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর
সংখ্যা বাড়তে পারে।
রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে
নির্বাচন কমিশন জানিয়েছে, ১২২ উপজেলায় চেয়ারম্যান পদে ৪১৫ জন, ভাইস
চেয়ারম্যান পদে ৬০১ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪২৭ জন মনোনয়নপত্র জমা
দিয়েছেন। এবারের উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৩১ জন প্রার্থী বিনা
প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপে ২৫ জন এবং তৃতীয় ধাপে ১৮ জন
প্রার্থী বিনা ভোটে জয়ের পথে রয়েছেন।
দেশের ৪৯২ উপজেলার মধ্যে
৪৫৯টিতে চারটি ধাপে ভোট হবে আগামী ১০ থেকে ৩১ মার্চ। বাকি উপজেলাগুলোতে ভোট
হবে আগামী জুনে। এর আগে ২০০৯ সালে ২২ জানুয়ারি একদিনেই দেশের সব উপজেলায়
ভোট হয়। সর্বশেষ ২০১৪ সালে পাঁচ ধাপে ভোট হয়। এবার দলীয় প্রতীকে ভোট হচ্ছে
উপজেলায়। একাদশ সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপি ভোটে অংশ
নিচ্ছে না।