১ কেজি ইলিশ=৩ মন ধান

অনলাইনঃ
বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। বাংলা বছরের এই নতুন দিনকে বরণ করে নিতে বাঙালির ঘরে ঘরে শুরু হয় নানান আয়োজন।

ধর্মীয় নানান উৎসবের মত এই দিনকে ঘিরেও চলে নতুন কাপড় কেনা থেকে খবার-দাবার সবকিছু।

১লা বৈশাখে বাঙালির জাতীয় মাছ ইলিশ কেনা চাই এই বৈশাখে। কিন্তু দামের কারণে ইলিশ যেন আজ সাধারণ মানুষের সাধ্যের বাহিরে।

ইলিশের বাজারে যেন আগুন, ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকায়। একজন দিনমজুর দিনে আয় করে ৩০০ টাকা। তাহলে বর্তমান বাজার মূল্য অনুসারে ১ কেজি ইলিশ কিনতে তাকে ব্যয় করতে হবে ৬ দিনের আয়।

এদিকে আবার একজন কৃষকের ঘাম-রক্ত ঝড়িয়ে উৎপাদন করা ধান লাগবে ৩ মণ। অবাক শোনালেও এটাই বাস্তবতা। কারণ চলতি বাজারে মণ প্রতি ধান বিক্রি হচ্ছে ৫৫০ টাকা করে।

সেজন্য বাঙালির এই নববর্ষের উৎসবে তাদের জন্য ইলিশ কেনাটা বিলাসিতা ছাড়া আর কিছুই না।

FacebookTwitter