অনলাইনঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের ১৫ দিন আগে মাঠে ধাকবে সেনাবাহিনী।

১৫ই ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট টিম স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করবে। প্রতি জেলায় থাকবে সশস্ত্র বাহিনীর টিম। তাদের নিয়ে সমন্বয় করে কাজ করবেন জেলার এসপিরা।

নির্বাচনকে সামনে রেখে গতকাল আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

নির্বাচন ভবনে এ সভার আয়োজন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে নূরুল হুদা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের যাতায়াতের ব্যবস্থা করে রাখতে হবে।

অন্যান্য বাহিনী ও ম্যাজিস্ট্রেটকে তথ্য দিয়ে আপনারা সহায়তা করবেন। ১৫ই ডিসেম্বরের পর থেকে এ কার্যক্রম শুরু হবে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily