চলমান ঘটনাঃ
১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের বাংলাদেশ ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক নির্দেশনায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৫ মার্চ, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১ মার্চ থেকে যেসব ভ্রমণকারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চল এবং ইরানে বসবাস করেছেন বা ভ্রমণ করেছেন তারা আগামী ১৫ এপ্রিল, ২০২০ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।
তবে ইউরোপীয় ইউনিয়ন এবং ইরানের নাগরিক যারা ২৯ ফেব্রুয়ারি থেকে ওইসব এলাকার বাইরে ছিলেন তারা বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন বলেও এতে জানানো হয়।
এছাড়া বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে কর্মরত কূটনীতিক, অফিশিয়াল এবং লেইসেজ প্যাসার পাসপোর্টধারী ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা উল্লেখিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। তবে তাদের ইমিগ্রেশন কাউন্টারে চিকিৎসকের সনদ প্রদর্শন করতে হবে এবং বাংলাদেশে আগমনের পর তাদের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও এতে নির্দেশনা দেয়া হয়।