অনলাইনঃ
পণ্যের মান খারাপ হওয়ায় ১৩ কোম্পানির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই।

এসব পণ্য ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকতে বলা হয়েছে। সোমবার বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যে সব পণ্যের লাইসেন্স বাতিল:

শক্তি এডিবলের ফর্টিফাইড সয়াবিন তেল, এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন তেল, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘ফার্ম ফ্রেশ’ ব্র্যান্ডের ঘি, নিউ চট্টলার ঘি, ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যালের ইফাদ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির ‘উট’ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ, জে কে ফুড প্রোডাক্টের লাচ্ছা সেমাই, রেভেন ফুড কোম্পানির লাচ্ছা সেমাই, খাজানা মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর, প্রমি এগ্রো ফুডের হলুদের গুঁড়া, মডার্ণ কসমেটিকস অ্যান্ড হারবালের স্কিন ক্রিম এবং জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিম।

বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের নমুনা ক্রয় করে পরীক্ষা করা হয়। এতে ১৪টি ব্র্যান্ডের পণ্যে নিম্নমানের উপকরণ পাওয়া যায়। তাই এসব পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily