সারাদেশঃ
নোয়াখালীর সেনবাগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর আনোয়ার হোসেন ওরফে ইউসুফ (৩৫) নামে ১২ মামলার এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সর্দার। গতকাল ২৭ জানুয়ারি, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত ইউসুফের বাড়ি বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামে। তার বিরুদ্ধে ৭টি ডাকাতিসহ ১২ মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে চুরি-ডাকাতিসহ নানা বিষয়ে তথ্য দেন তিনি।
পরে তাকেসহ রাত সোয়া ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় বীরকোর্ট এলাকায় অভিযানে যায় সেনবাগ থানা পুলিশ। এসময় ইউসুফের সহযোগীরা পুলিশ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এসময় উভয়পক্ষের মধ্যে পাঁচ মিনিট ধরে ‘বন্দুকযুদ্ধ’ চলে। পুলিশের কাছ থেকে ইউসুফ পালানোর চেষ্টা করলে সহযোগীর গুলিতে তিনি আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে এসময় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ১টি টর্চ লাইট, ১টি গ্যাস লাইট উদ্ধার করে পুলিশ।