হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলার খবরঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

হেযবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার এর সঞ্চালনায় হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বাপ্পা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তওহীদ কাবাডি দলের চেয়ারম্যান এস এম শামসুল হুদা, ইলদ্রীম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন , তিতাস গ্যাস লিমিটেডের প্রাক্তন উপ মহাব্যবস্থাপক আয়শা সিদ্দিকা ,টুর্নামেন্ট আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, চাষীরাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ মহিউদ্দিন, আওয়ামীলীগ নেতা মেহরাব হোসেন ভুট্টু, আবুল কাশেম মেম্বার, শাহাদাত হোসেন রাসেল, আলমগীর হোসেন মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম বলেন যে কোনো জাতির উন্নতি, অগ্রগতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঐ জাতির তরুণ সমাজ।

অথচ আমাদের তরুণ সমাজ মাদক, জঙ্গিবাদী আদর্শ, অপরাজনীতি, ডিভাইস আসক্তিসহ বিভিন্ন বিপথে পরিচালিত হচ্ছে, স্বার্থবাদী অপরাজনীতির হাতিয়ার হয়ে নিজেদের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

এ সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি জাতিকে রক্ষা করতে হয় তাহলে তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আমাদের শরীর ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমাদের তরুণ সমাজকে যাবতীয় ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে, তাদের মধ্যে গতিশীলতা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে সুস্থ জাতি গঠনের লক্ষ্যে এই কাবাডি টুর্নামেন্টের

আয়োজন করা হয়েছে । এর মাধ্যমে আমাদের জাতীয় খেলা কাবাডির ব্যাপারে তরুণরা উৎসাহিত হবে, তরুণ সমাজ মাদক, ইভটিজিং, অপরাজনীতি থেকে বিরত থাকবে ।

তবে খেলাধুলায় যেন অসুস্থ প্রতিযোগিতা,রেষারেষি না থাকে, সকলের প্রতি সেদিকে লক্ষ রাখার আহ্বান জানান । খেলাধুলা যেন সকলের মাঝে ঐক্য সৃষ্টি করে, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব সৃষ্টি করে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

৯ নভেম্বর ৩২ টি দলের অংশগ্রহণে হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ দেড় মাস যাবত অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তৃতীয় স্থান অধিকার করেন মেকদাদ এন্ড মেহরাদ স্পোর্টিং ক্লাব , দ্বিতীয় স্থান অধিকার করে লাকসাম আবু উবায়দা স্পোটিং ক্লাব , প্রথম স্থান অধিকার করে উজ্জ্বল স্পোর্টিং ক্লাব ।

খেলা শেষে খেলা পরিচালনা পরিষদের সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান, সেরা রেডার , সেরা ডিপেনসার, ম্যান অফ দ্যা ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

দীর্ঘ দেড় মাস ধরে চলমান টুর্নামেন্টে ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রতিটি খেলা অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ উপায়ে সমাপ্ত হওয়ায় অনুষ্ঠানে আগত অতিথি ও ক্রিয়া প্রেমী দর্শকগন সন্তুষ্টি প্রকাশ করেন। এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

-শিশির

FacebookTwitter