স্বাস্থ্যঃ
ঢাকা, ৮ অক্টোবর: বিখ্যাত প্রতিষ্ঠান এলি লিলির ক্যান্সার প্রতিষেধক সাইরামজা ঔষধ বাজারজাতকরনের ঘোষনা দিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শুক্রবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্যান্সার প্রতিষেধক ঔষধটি লঞ্চ করেন এলি লিলি এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ।

এসময় ক্যান্সার চিকিৎসায় দেশের প্রসিদ্ধ চিকিৎসকগণও উপস্থিত ছিলেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি বাংলাদেশের হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সাথে তাদের এলায়েন্স সম্পর্কে ধারনা দেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং ) ভূপাতি কুমার রায় ।

আমেরিকার ঔষধ প্রশাসনের অনুমোদিত সাইরামজা পাকস্থলী, ফুসফুস, যকৃত এবং বৃহদান্ত্র ক্যান্সার ছাড়াও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া এডভান্স লেভেলের এ সকল ক্যন্সারের সংক্রমন প্রতিরোধে কার্যকরী হিসেবে অনুমোদিত।

দেশের প্রখ্যাত ক্যান্সার চিকিৎসকগণ বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় সাইরামজা’র আর্বিভাবকে আশার আলো হিসেবে উল্লেখ করেন।

পাশাপাশি, অনকোলোজি বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই ক্যান্সারের আগ্রাসী সংক্রামনে ক্ষেত্রে সাইরামজা ইনজেকশনের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করেন।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি বলেন, বহু মানুষের ক্যান্সার চিকিৎসায় এই ওষুধ ব্যাবহারে যথাযথ ফলাফল মিলেছে।

বাংলাদেশে মেটাসটাটিক নন-স্মল সেল লাং ক্যান্সারের প্রথম পর্যায়ের চিকিৎসা এবং পাকস্থলী ক্যান্সারে আক্রান্তদের দ্বিতীয় পর্যায়ের চিকিৎসায় সাইরামজা কার্যকরী অবদান রাখবে বলে
তিনি উল্লেখ করেন হেলথকেয়ার ফার্মাসিটিউক্যালসের লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হালিমুজ্জামান জানান ,নিয়মিত গবেষনার মাধ্যমে ডায়বেটিস এবং ক্যান্সারের মত ক্রনিক রোগের ক্ষেত্রে উন্নত সমাধান নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ক্যন্সার চিকিৎসার খরচ কমাতে স্থানীয়ভাবে সাইরামজা’র বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারন মানুষের কাছে ক্যান্সার চিকিৎসার উন্নয়নের কথা তুলে ধরতেই আজকের এই আয়োজন।

বিশ্বজুড়ে মানুষের জীবনযাপনকে নিরাপদ করতে নতুন নতুন ঔষধ তৈরিতে কাজ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এলি লিলি এবং বাংলাদেশের ঔষধ প্রস্তূতকারি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হেলথকেয়ার ফার্মসিটিউক্যালস যা ওষুধ প্রস্তুতকারী গবেষনায় অগ্রগামী হিসেবে বিবেচিত।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily