আইন আদালতঃ
মাদক সেবনের দায়ে রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শকে (এসআই) আরিফ হোসেন মল্লিককে চাকরিচ্যুত করা হয়েছে।

ডোপ টেস্টে ধরা পড়ার পর গত ৪ জানুয়ারি, সোমবার তাকে চাকরিচ্যুত করা হয়।

গতকাল ৫ জানুয়ারি, মঙ্গলবার দিনভর বিষয়টি পল্লবী থানা এলাকাজুড়ে বেশ আলোচনা হয়।

জানা গেছে, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সহস্রাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয়। এদের মধ্যে রয়েছেন পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকও।

ডিএমপির সদর দপ্তরের তালিকা অনুযায়ী, এসআই আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।

কয়েকটি সূত্রে জানা যায়, মূলত পল্লবী এলাকার বিহারি-অবাঙ্গালি অধ্যুষিত ক্যাম্পগুলোর মাদক ব্যবসায়ীদের সঙ্গে এসআই আরিফের বিশেষ সখ্যতা গড়ে উঠে। এরই এক পর্যায়ে তিনি নিজেই হেরোইনে আসক্ত হয়ে উঠেন।

এছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক স্পট থেকে নিয়মিত মাসোহারা নেয়ারও অভিযোগ রয়েছে।

একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও আরিফের সঙ্গে মাদক ব্যাবসায়ীদের সখ্যতার বিষয়টি উঠে এসেছে। এক সময় থানার সবচেয়ে প্রভাবশালী অফিসারও ছিলেন তিনি।

ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন আরিফ হোসেন মল্লিক। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে।

বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতেই উত্তীর্ণ হয়েছেন।

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে আরিফ বলেন, ‘গতকাল (সোমবার) আমাকে রাজারবাগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।’ তবে চাকরিচ্যুত হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘আরিফকে চাকরিচ্যুত করার বিষয়টি শুনেছি। তবে এখনো কাগজপত্র হাতে পাইনি।’

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily