হেফাজতের আরও এক শীর্ষ নেতা গ্রেপ্তার

এক শীর্ষ নেতা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী
এক শীর্ষ নেতা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী

অনলাইনঃ
ইসলামী স হেফাজতে ইসলামের আরও এক শীর্ষ নেতা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী জোনের ডিসি মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী।

এছাড়া সম্প্রতি দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে নেতৃত্ব দেন গ্রেফতার কাশেমী।

তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার সফর ঘিরে সারা দেশে হেফাজত তাণ্ডব, জ্বালাও-পোড়াও আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় স্বশরীরে উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী আসামি হিসেবে এই নেতার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-কেএম

FacebookTwitter