শিল্প ও সাহিত্যঃ
মন্দিরের চত্তরে ঢুকে সবাই হা হয়ে গেল। কারো মুখে কোন কথা নেই। শুধু আজিজ জোরে জোরে সুরা পরতে শুরু করল।

প্রশান্ত চোখ পাকিয়ে তাকাতেই সে গলার আওয়াজ নামিয়ে আনল। ঘুরে ঘুরে চারপাশ থেকে দেখছিল সবাই গাছটাকে।

অদ্ভুত সুন্দর লাল টকটকে ফুল ফুটে আছে গাছটা জুড়ে। অসংখ্য সুন্দর ফুলের জন্যই কি গাছটাকে এমন বিদঘুটে দেখাচ্ছে?

বড় বড় ডালপালা মেলে দাঁড়িয়ে আছে সেটা মন্দিরের ঠিক মধ্যখানে। একই সঙ্গে দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর এবং আকর্ষণীয়।

যেন এই গাছের শেকড় রয়েছে সোজা নরকে।ঝাংওয়ে ফিসফিস করে বলল, প্রকৃতিতে যেমন সৌন্দর্য আছে তেমনি আছে অপবিত্রতাও।

বইয়ের নাম : ব্র্যান্ড নিউ হেল

লেখক : হুমায়রা স্যারন

প্রকাশনী : আফসার ব্রাদার্স

স্টল নাম্বার : ৫৩৬-৫৩৯

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily