অনলাইন ডেস্কঃ
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইনত্কোল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর বয়স। সোমবার রাত পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সংক্রমণ জটিলতায় ভুগছিলেন।
সাত বারের নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাজুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেছেন, তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালাম।
এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাজুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা হবে।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল ইসলাম চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
-ডিকে