হিমছড়িতে বন্দুকযুদ্ধ, নিহত ২

অনলাইন রিপোর্টঃ

কক্সবাজারের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতদের একজন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুধুরার প্রধানিয়া বাড়ির ফজলু মিয়ার ছেলে এনামুল হক। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশী রিভলবার ও প্রায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সেসময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার আসছিলো। তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেওয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায় এবং র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। তখন র‌্যাব-বিজিবিও প্লাটা গুলি ছুঁড়লে তাতে দু’জন আহত হয়।

পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতদের একজনের কাছে জাতীয় পরিচয়পত্র রয়েছে। পরিচয়পত্র অনুসারে সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুধুরার প্রধানিয়া বাড়ির ফজলু মিয়ার ছেলে এনামুল হক।

তিনি আরো জানান, গাড়ির পেছনে একটি কালো রংয়ের হ্যান্ডব্যাগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা রয়েছে।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী জানান, আত্নরক্ষার্থে র‌্যাব ও বিজিবি গুলি চালায়। এতে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশী রিভলবার ও গোলাবারুদ এবং হ্যান্ডব্যাগ ভর্তি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

FacebookTwitter