অর্থনীতিঃ
দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রেডিমেড গার্মেন্টস প্রস্তুতকারক হা-মীম গ্রুপের সাথে অনলাইন প্ল্যাটফর্ম এইচএসবিসিনেট-এর মাধ্যমে পেমেন্ট পরিচালনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুয়ার্ট রজার্স, এইচএসবিসি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক মার্কেট-আঞ্চলিক প্রধান; ইয়েন ট্যান্ডি, এইচএসবিসি গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসিভবল ফাইন্যান্স এশিয়া-প্যাসিফিক এর আঞ্চলিক প্রধান; এ কে আজাদ, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

চুক্তির অংশ হিসাবে, এইচএসবিসি হা-মীম গ্রুপের জন্য সহজতর ও সাশ্রয়ী পেমেন্ট সিস্টেম পরিচালনা করবে, যার ফলে একটি সম্মিলিত ফাইল আপলোডের মাধ্যমে একাধিক বিক্রেতার পেমেন্ট ব্যবস্থাপনা সম্ভব হবে।

পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা সম্ভব, ফলে হা-মীম গ্রুপ তাঁদের পেমেন্ট প্রক্রিয়া ব্যাংকে না যেয়েই অত্যন্ত কম সময়ে ও ত্রুটিহীনভাবে করতে সক্ষম হবে।

এছাড়া এই প্রক্রিয়ায় কাগজের ব্যবহার হ্রাসের মাধ্যমে পরিবেশও সুরক্ষিত থাকবে।

এ বিষয়ে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, “হা-মীম অল্প সময়ের মধ্যেই রপ্তানি বাণিজ্যে ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করার পরিকল্পনা করছে এবং ডিজিটাল উদ্ভাবনটি এই কৃতিত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

তিনি হা-মীম গ্রুপের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এইচএসবিসির অংশগ্রহনের প্রশংসা করেন এবং হা-মীম গ্রুপের ব্যবসায় প্রসারের লক্ষ্যে ভবিষ্যতে এইচএসবিসি কর্তৃক আরো সহায়তার আশা ব্যক্ত করেন।

স্টুয়ার্ট রজার্স, আন্তর্জাতিক মার্কেট-আঞ্চলিক প্রধান, এইচএসবিসি এশিয়া-প্যাসিফিক বলেন, “ডিজিটাল রূপান্তরমূলক কার্যক্রম আমাদের কাজের একটি অবিচ্ছেদ্য অংশ।

এইচএসবিসিতে আমরা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে অর্থবহ সমাধানসমূহ সক্রিয়ভাবে প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগটি পারস্পরিকভাবে লাভজনক হবে এবং হা-মীম গ্রুপকে তাঁদের ডিজিটাল যাত্রায় সহায়তাকরবে।”

জেরার্ড হগি, হোলসেল ব্যাংকিং প্রধান, এইচএসবিসি বাংলাদেশ বলেন, “এইচএসবিসি দেশের নিয়ন্ত্রক সংস্থা এবং গ্রাহকদের সাথে সম্মিলিতভাবে কাজের মাধ্যমে যুগান্তকারী বিভিন্ন আর্থিক সমাধানের সূচনা করে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।

স্ট্যাটুটরি পেমেন্ট ক্ষেত্রে আমাদের দক্ষতা, যেমন ডিউটি, ভ্যাট, ভিডিএস এবং ডিডিআই-এর মতো ডিজিটাল তহবিল সুবিধাগুলো আমাদের গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

প্রযুক্তি ও আমাদের সহকর্মীদের দক্ষতার মাধ্যমে হা-মীম গ্রুপকে প্রগতিশীল, নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সমাধান প্রদানই আমাদের অঙ্গীকার।”

এইচএসবিসিনেট ব্যবসা পরিচালনার কাজে দ্রুত, সহজ এবং নিরাপদ সমাধান প্রদানকারী একটি অনন্য ও উদ্ভাবনী অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম।

এটি স্থানীয় পেমেন্টের কাজে পেপার বেসইড্ প্রক্রিয়ার পরিবর্তে মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে সহজে লেনদেন করার সুবিধা প্রদান করে।

এছাড়াও এইচএসবিসিনেট-এর নিরাপত্তা এবং অডিট ট্রেইল বৈশিষ্ট্যের সাহায্যে গ্রাহকদের স্বল্প ব্যয়ে দ্রু তগতির ব্যাংকিং এবং স্বচ্ছ লেনদেন সুবিধা প্রদান করে।

এইচএসবিসির এই প্ল্যাটফর্মটিতে অনলাইন ট্রেড প্রসেসিং এবং লেনদেনও করা সম্ভব যা এর গ্রাহকদের বাণিজ্যিক কর্মকান্ডে আরও দক্ষতা অর্জনে সহায়তা করে।

-শিশির

FacebookTwitter