স্বাস্থ্যঃ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার চিত্র সামনে এসেছে। করোনায় আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিয়েছে অনেক বেসরকারি হাসপাতাল।

এমন অজস্র অভিযোগ পাওয়ার পর অবশেষে হুঁশ এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বেসরকারি হাসপাতালগুলো রোগী ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ সংক্রান্ত এক নির্দেশনায় আজ ১২ মে. মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের জন্য চিকিৎসার আলাদা ব্যবস্থা থাকতে হবে।

চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও কোন রোগীকে ফেরত দেয়া যাবে না উল্লেখ করে এতে বলা হয়, রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে তা করতে হবে।

এছাড়াও দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে বলেও এতে নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে, প্রচলিত বিধান অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily