খেলার খবরঃ
বাংলাদেশ হকির বর্তমান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা ১লা সেপ্টেম্বর ২০২৪, রবিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভায় বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতে করণীয় নিয়ে দেশের সাবেক জাতীয় দলের হকি খেলোয়ার এবং সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
সভার শুরুতে কোটা ও বৈশম্য বিরোধী আন্দলনে যে সকল ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন ,তাদেরকে স্মরণ করা হয় এবং বর্তমানে বন্যা পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করেছেন,তাদের আত্মার মাগফিরাত কামনা করা এবং বন্যার পরবর্তীতে যেন সকলে নিরাপদে তাদের স্বাভাবিক জীবন-যাপনে ফিরে যেতে পারেন সেটার আশাবাদ করা হয়।
বাংলাদেশের আগামী প্রজন্মকে আরো সুস্থ ও সতেজ করে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরত্বও অপরিসীম।
বিগত দিনে কি হয়েছে, সেটাকে মাথায় না রেখে বর্তমান ও আগামীকে নিয়ে এখন ভাববার বিষয়।
সব খেলার পাশাপাশি হকিকেও গুরত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন। জেলা ভিক্তিক প্রশিক্ষন , অনুশিলন ,অয়োজন ও প্রতিযোগীতার মাধ্যমে হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই সময়। এক সময়ের ঐতিহ্য হকি হতে পারে আগামী প্রজন্ম ও দেশের গৌরব।
হকিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বাবান করা হয়।
দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের হকির মাঠ তৈরী করে উন্নত মানের খেলোয়ার তৈরী করার বিকল্প নাই।
আগামী দিনে সরকারী ও বেসরকারী পৃষ্ঠপোষকতায় হকির গৌরবময় ভবিষ্যতের সূচনা হবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জাতীয় হকি দলের খেলোয়াড় ও কোচ নুরুল ইসলাম ,সাবেক জাতীয় হকি দলের খেলোয়াড় অসীম আদেল, কাজী আবু জাফর তপন , মামুনুর রশিদ এবং সংগঠক ইউসুফ আলী, মাহমুদুল হক মিতু, বদরুল ইসলাম দিপু , শহীদুল্লাহ দোলন ,নুরুল ইসলাম এবং মাহমুদুল হক , আরো বক্তব্য রাখেন বরগুনা জেলার প্রতিনিধি এইচ আর রিঙ্কু ,তারেক এ আদেল ও উক্ত আলোচনা সভার আয়োজক সাবেক জাতীয় হকি দলের খেলোয়ার ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সাজেদ এ এ আদেল। –
-শিশির