অনলাইন ডেস্কঃ

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের ভূঞাপুর লিংক রোড সড়ক দুর্ঘটনায় রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো চারজন আহত হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, রংপুর থেকে একটি পাজেরো জিপে যুবলীগের নেতা জুয়েল ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ভোর সাড়ে ৫টার দিকে জিপটি ভূঞাপুর লিংক রোডের এলেঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে জুয়েলসহ জিপের ৫ জন আরোহী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন। বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর ট্রাকের চালক এবং সহকারী পলাতক রয়েছে।

আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily