স্বাস্থ্যের নয়া মহাপরিচালক এখন ‘ভারপ্রাপ্ত মহাপরিচালক’

স্বাস্থ্যের নয়া মহাপরিচালক এখন ‘ভারপ্রাপ্ত মহাপরিচালক’
স্বাস্থ্যের নয়া মহাপরিচালক এখন ‘ভারপ্রাপ্ত মহাপরিচালক’

স্বাস্থ্যঃ
মাস্ক ও করোনা পরীক্ষায় জালিয়াতি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। এর দিন কয়েকের মধ্যেই নতুন মহাপরিচালক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে দায়িত্ব দেয়া হয়।

এর দুই সপ্তাহ পার হতে না হতেই নয়া মহাপরিচালককে ‘ভারপ্রাপ্ত মহাপরিচালক’ হিসেবে নিয়োগ দিয়ে সংশোধনী প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

বিধান অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদটি প্রথম গ্রেডের। অধ্যাপক ডা. খুরশীদ আলম ছিলেন তৃতীয় গ্রেডে। গত ২৩ জুলাই দ্বিতীয় গ্রেডে পদোন্নতি দিয়ে তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শর্ত পূরণ না হওয়ায় তার নিয়োগের প্রজ্ঞাপন সংশোধন করে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে ‘ভারপ্রাপ্ত মহাপরিচালক’ হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

-কেএম

FacebookTwitter