অনলাইন ডেস্কঃ
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থেকে ২০ হাজার ইয়াবা ও ৮টি অস্ত্র জব্দ করেছে র্যাব।
ওই গাড়ি থেকে আটক করা হয়েছে দুজনকে। যারা শুধুমাত্র গাড়ি চালক ও চালকের সহকারি বলে দাবি করেছে। রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের প্রবেশমুখে বসানো চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, আলমগীর হোসেন (৩০) ও আল শাহরিয়ার (২৫)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
জব্দকৃত অস্ত্রগুলোর মধ্যে চারটি ওয়ান শ্যূটার গান ও চারটি একনলা বন্দুক বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, আমাদের কাছে তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবা নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা ফ্লাইওভারের প্রবেশমুখে চেকপোস্ট বসাই।
কিন্তু পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি দেখে প্রথমে আমি কনফিউজড হয়ে যাই।
-ডিকে