প্রশাসনঃ
ভাস্কর্য স্থাপন ইস্যুতে উত্তাপের মধ্যে দেশের কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল ১৪ ডিসেম্বর, সোমবার রাত ৯টায় মন্ত্রীর ধানমণ্ডির বাসায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ১১টায়। এতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও অংশ নেন।

বৈঠক শেষে কোনো পক্ষ থেকে সরাসরি কোনো কিছু বলা হয়নি। আজ ১৫ ডিসেম্বর, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানাবেন।

তবে হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদী বৈঠক থেকে বের করে দাবি করেন, তাদের আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে। এই আলোচনা চলবে।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দেয়।’

এছাড়াও বৈঠকে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী ও মাওলানা নূর আহমদ কাসেম প্রমুখ অংশ নেন বলে জানা গেছে।

-ডিআর

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily