অনলাইনঃ
জাপান থেকে জাহাজ যোগে আনা হচ্ছে মেট্রোরেলের কোচ। বৃহস্পতিবার (৪ মার্চ) জাপানের কোবে বন্দর থেকে এই মেট্রো টেন বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

আগামী মাসের শেষের দিকে এই কোচগুলো ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিককে উদ্ধৃত করে খবরে জানানো হয় বৃহস্পতিবার জাপান সময় সন্ধ্যা ৬টা বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে জাহাজটি কোবে বন্দর ছাড়ে।

“আমরা আশা করছি এপ্রিলের ২৩ তারিখে ট্রেন ঢাকা পৌঁছবে। তবে এর সঙ্গে আবহাওয়ার ওপর নির্ভরতা রয়েছে,” বলেন এমএএন সিদ্দিক।

ট্রেনটি মোংলা পোর্ট খালাস হয়ে ঢাকার দিয়াবাড়িতে মেট্রোট্রেনের মূল ডিপোতে পৌঁছবে। এরপর দ্বিতীয় ট্রেনটি জুনে এবং তৃতীয়টি আগস্টে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন:

ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প যা ঢাকার উত্তরা থেকে মিরপুর- আগারগাঁও-ফার্মগেট-বাংলামটর-শাহবাগ- ঢাকা বিশ্ববিদ্যালয়- প্রেসক্লাব- পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ২২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। যা ঢাকাবাসীকে যানজটমুক্ত করতে ভূমিকা রাখবে।

-জে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily