স্পেশাল ইকোনমিক জোন সবুজায়নে ব্র্যাক র্নাসারি

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (বিএসইজেড) সবুজ প্রকল্প বাস্তবায়ন করবে কাজ করবে ব্র্যাক র্নাসারি।

প্রকল্প বাস্তবায়নে শনিবার নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি ও ব্রাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

ব্রাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের বিকল্প নেই। বিএসইজেড এর সাথে যুক্ত হতে পারা ব্রাক র্নাসারির জন্য র্গবের।

তিনি বলেন, ব্র্যাক র্নাসারি হাতিরঝিল এবং পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পের সবুজায়নে নকশা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে সহায়তা করেছে। বিএসইজেডের সবুজ প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা র্গবিত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাক এন্টারপ্রাইজের উপ মহাব্যবস্থাপক আরিফুর রহমান, ব্র্যাক র্নাসারির জ্যেষ্ঠ ব্যবস্থাপক শাহনেওয়াজ মমতাজ চৌধুরী।

ব্র্যাক এন্টারপ্রাইজের সামাজিক উদ্যোগটি ১৯৮৮ সালে যাত্রা শুরু করার পর থেকে পরপর ১৪ বছর বন বিভাগ থেকে ‘সেরা র্নাসারি’ হিসেবে পুরস্কার র্অজন করেছে।

-শিশির

FacebookTwitter