ব্র্যান্ডঃ
কর্মজীবনে প্রবেশ করার আগে শিক্ষার্থীদের ব্যবসা পরিচালনার বিষয়ে অভিজ্ঞতা দিতে জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘স্পিড’-এর সহযোগিতায় ইস-ওয়েস্ট ইউনিভার্সিটি ‘ব্র্যান্ড এইড’ প্রতিযোগিতার আয়োজন করে।

সম্প্রতি ইউনিভার্সিটি প্রাঙ্গণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও গালা পর্ব অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস ক্লাব-এর উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

চুড়ান্তপর্বের বিচারক ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এএফবিএল) হেড অব মার্কেটিং মোঃ মাইদুল ইসলাম; ওয়ালটন গ্রুপের পিআর মিডিয়া ও ব্র্যান্ডিং বিভাগ-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলাম এবং অ্যাডকোম লিমিটেড-এর সিনিয়র গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিব হাসান চৌধুরী।

শুরুতে ১২৭ টি দল থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ‘লাস্ট পিক, প্রথম রানার আপ ‘কর্পোরেট ট্রুপার্স এবং দ্বিতীয় রানারআপ ‘নেমলেস’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফবিএল-এর চিফ পিপল অফিসার খন্দকার গোলাম আজম। আরও উপস্থিত ছিলেন এএফবিএল-এর অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মুনতাসির মামুন; সিনিয়র এক্সিকিউটিভ অব ইভেন্ট সাদিবুর রহমান খান।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily