স্থাপত্য প্রদর্শনী শুরু

           

শিল্প ও সাহিত্যঃ
স্থাপত্য পেশাজীবিদের আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশের স্থাপত্য ইতিহাসের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানী ঢাকায়।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ পাঁচটি স্থানে পক্ষকাল ব্যাপী ‘বিল্ড বাংলাদেশ’ শীর্ষক স্থাপত্য প্রদর্শনী শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এবং এশিয়ার স্থাপতিদের সংগঠন আর্কএশিয়ার যৌথ আয়োজনে ২১টি দেশের স্থপতিদের সম্মেলন উপলক্ষে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন, এবারের আয়োজনে বাংলাদেশের স্থাপত্য শিল্পসহ আর্কএশিয়ার পঞ্চাশ বছর পুর্তি উদযাপন গুরুত্ব পাবে।

দেশের ঐতিহাসিক স্থাপত্যগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌছে দেয়ার পাশাপাশি বিদেশী স্থাপতিদের কাছে বাংলাদেশকে তুলে ধরার উপলক্ষ্য হবে এই প্রদর্শনী। মানিক মিয়া এভিনিউসহ ঢাকার গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় এবং আর্মি গলফ ক্লাবে বিভিন্ন ক্যানভাসের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

শিশির

FacebookTwitter