সারাদেশঃ
২৭ বছরের দাম্পত্য জীবনে সন্তান হচ্ছিল না এক দম্পতির। স্বামী সম্প্রতি দ্বিতীয় বিয়ের উদ্যোগ নিতেই বাধে বিপত্তি। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি দেন স্ত্রী।
এতে মৃত্যুবরণ করেন স্বামী আবুল হাশেম। ঘটনার পর স্ত্রী লাইলী বেগমকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ।
গত ৮ অক্টোবর, বৃহস্পতিবার রাতে ঝগড়ার পর গতকাল শুক্রবার ভোরে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ২৭ বছরের সংসার জীবনে নিঃসন্তান ছিলেন হাশেম-লায়লা দম্পতি। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
সম্প্রতি হাশেম দ্বিতীয় বিয়ের উদ্যোগ নেয়ায় তাদের ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়। এ নিয়ে বৃহস্পতিবার তাদের নিয়ে সামাজিকভাবে সালিশও হয়।
কিন্তু লোকজন চলে যাওয়ার পর আবারো ঝগড়ায় জড়িয়ে পড়েন হাশেম-লাইলী। এরই এক পর্যায়ে স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি মারেন লাইলী। এতে হাশেম মারা যান।
শুক্রবার ভোরে তার মরদেহ উদ্ধার ও স্ত্রী লাইলীকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
-কেএম