বিনোদনঃ
১২ ফেব্রুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘ন ডরাই’ সিনেমাটি। মাত্র ১০০ টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকরা।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে নতুন করে অনেকের কৌতূহল তৈরি হয়েছে। এছাড়া, যারা আগে দেখতে পারেননি তাদেরকে দেখার সুযোগ করে দিতে সিনেমাটি আবার হলে আনছি আমরা। দর্শকদের সুবিধার্থে টিকেটের মূল্য সহজলভ্য করা হয়েছে। আশা করছি দর্শকরা সুযোগটা উপভোগ করবেন।’

সম্প্রতি ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রসহ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘ন ডরাই’।

আরও পড়তে পারেন:

কলকাতায় মোশাররফ করিমের প্রথম সিনেমা মুক্তি

‘ন ডরাই’ পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল, সাঈদ বাবু ও শরীফুল রাজ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily