ডোমার (নীলফামারী) সংবাদ দাতাঃ

ক্লাস রুম সংকটের কারনে শীতের মধ্যে মাঠে বসে ক্লাস করছে ভোগডাবুরী ইউনিয়নের প্রামানিক পাড়া সরকারী বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছাত্রীরা।

ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ঐতিহ্যবাহী পুরনো প্রামানিক পাড়া সরকারি বিদ্যালয়টি ১৯৪০সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রথমে কুঁড়ে ঘর পরে টিনের ঘর সর্বশেষ ১৯৮৪ সালে পাকাঁ ওয়াল দিয়ে উপরে টিন দ্বাড়া নির্মিত করা হয়েছিল তখন রুম সংখ্যা ছিল ৩ টি। কয়েক বছর পর ২০০১ সালে নতুন ভবন নির্মান করা হয়। যাহার রুম সংখ্যা ৩ টি অফিস রুম না হওয়ার কারনে সিড়ি ঘরে শিক্ষকরা অফিস তৈরি করছে। বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০জনের মত দুই শিফটে স্কুল চালানো হয়,ওয়ান,টু,থ্রি ,সকাল ৯ টা থেকে দপুর ১২টা পর্যন্ত এরপর ফার, ফাইপ ১২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত।

স্কুলের প্রধান শিক্ষিকা মতিয়া বেগম জানান যে, ৬ টি ক্লাসের জন্য ছাত্র ছাত্রীর সংখ্যানুপাতে বসার জায়গা হয় না। ছাত্র ছাত্রীরা গাদাগাদী করে কোন রকম ক্লাস করে, আর শিশু শ্রেনীর কচি বচ্চাদের কোন রুম বা জায়গা নেই, তাই মাঠে বসে ক্লাস করানো হয়।

তিনি আরো বলেন যে,নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে । কিন্তু আজ পর্যন্ত কোন কার্যকর হয়নি । আংশিক মেরামতের জন্য টাকা বরাদ্ধ হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা, কিন্তু নানান জটিলতার কারনে সেই টাকার কাজ আজও হয়নি। বিদ্যালয়টিতে শিক্ষক সংখ্যা প্রকট। ৫টি পদ থাকলো মাত্র ৩ জন শিক্ষিকা বিদ্যালয়ে আছেন । এর মধ্যে জান্নাতুন ফেরদৌস নামে এক শিক্ষিকা দ্বীর্ঘ দিন যাবত অনুপস্থিত রয়েছেন, এক মাসের মেডিকেল ছুটি নিয়ে গত ৩ মাস ধরে সে অনুপস্থিত আছেন বলে জানা গেছে। সেই শিক্ষিকা আবার শিশু শ্রেনীর শিক্ষিকা।

স্কুলের সভাপতি আব্দুল মোবিন জানান যে,৭লাখ টাকা মেরামতের জন্য বরাদ্দ হয়েছে কিন্তু যেভাবে তারা কাজ করতে চায় তাহা সঠিক নয় বলে আমরা কাজ করিনি, হয়ত টাকা ফেরত চলে যাবে । আমি নতুন ভবনের জন্য বহুবার এম ,পি সাহেবের নিকট দরখাস্ত করছি কিন্তু নতুন ভবনের বরাদ্দ এ পর্যন্ত পাইনি।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily