অনলাইনঃ
রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা চত্বরের অবরোধ তুলে নিয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা।
রোববার বিকেল ৪টার দিকে এ অবরোধ তুলে নেন তারা। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দাবিতে সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন কয়েক হাজার প্রবাসী। তখন সব সড়ক বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে মানুষজন।
এর আগে সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের টোকেনের জন্য বারো থেকে পনেরো হাজার প্রবাসী অবস্থান নেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে একপর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে পুলিশ বিক্ষোভরতদের পিটিয়ে হোটেল এলাকা থেকে বের করে দেয়।
গেলো ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে।
-বি