সৌদিতে করোনায় মৃত্যুর ৩২% বাংলাদেশী

সৌদিতে করোনায় মৃত্যুর ৩২% বাংলাদেশী
সৌদিতে করোনায় মৃত্যুর ৩২% বাংলাদেশী

আন্তর্জাতিকঃ
সৌদি আরবে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেছেন ৬৪ বাংলাদেশি।

এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। সে হিসেবে মোট মৃতদের ৩২ শতাংশই বাংলাদেশি।

দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ৭১৭ জনই বাংলাদেশি বলে জানিয়েছে দূতাবাস সূত্র।

এদিকে যে ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২২ জনের বাড়িই চট্টগ্রাম অঞ্চলে বলে জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ৩০ হাজার ২৫১ জন। এদের মধ্যে ২০০ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে ৫ হাজার ৪৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনো চিকিৎসাধীন আছেন ২৪ হাজার ৬২০ জন, যাদের ১৪৩ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত দেশটির পবিত্র নগরী মক্কায় সবচেয়ে বেশি ৮৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক পবিত্র শহর মদিনা। এরপর পর্যায়ক্রমে রয়েছে অন্যান্য শহর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশ বিদেশি এবং ১৫ শতাংশ দেশটির স্থানীয় বাসিন্দা।

এদিকে কোভিড-১৯ নামের এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যে কারফিউ ঘোষণা করেছিল সৌদি সরকার তা আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

গত মার্চে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই সেখানে কারফিউ ঘোষণা করা হয়। তবে এর মধ্যেই প্রতিদিন শতাধিক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দেশটিতে মৃতদের মধ্যে আনুপাতিক হারে অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় বাংলাদেশির সংখ্যা বেশি।

-ডিকে

FacebookTwitter