অর্থনীতিঃ
মহাব্যবস্থাপক (জিএম) সঙ্কটে ভুগছিল দেশের বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। গুরুত্বপূর্ণ এসব পদে পর্যাপ্ত লোকবল না থাকায় চরমভাবে বিঘ্ন ঘটেছে দৈনন্দিন কার্যক্রম।
ব্যাংকের ৪৫টি বিভাগের দায়িত্ব পালন করছিলেন মোট পদগুলোর মধ্যে থাকা মাত্র এক-তৃতীয়াংশ মহাব্যবস্থাপক (জিএম)।
সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটিতে জিএম না থাকায় আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছে ব্যবস্থাপনা।
আজ সে সংকট থেকে মুক্তি পেল বিশাল এই রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি। আজই রাত ৯ টায় ব্যাংকের বোর্ড সকল ইনচার্জ মহাব্যবস্থাপকদের পূর্ণদায়িত্ব অর্পন করলো।
ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ৩০-০৬-২০২১ কাট-অব-ডেট ভিত্তিক সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকুরি প্রবিধানমালা২০০৮ এবং পদোন্নতি নীতিমালা-২০১৯ মোতাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার হতে জেনারেল ম্যানেজার পদে পদোন্নতির জন্য অনুমোদিত মেধাভিত্তিক তালিকায় মোট ১৫ জনের নাম স্থান পেয়েছে।
সোনালী ব্যাংকে বর্তমানে ১ হাজার ২২৪টি শাখা রয়েছে। যার মধ্যে লোকসানি শাখা রয়েছে ৫০টি। আমানত রয়েছে (জুলাই প্রতিবেদন অনুযায়ী) ১ লাখ ১৬ হাজার ৭৩৩ কোটি টাকা।
জুলাই শেষে পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২০ কোটি টাকা। অন্যদিকে একই সময়ে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ১০ হাজার ৭৫৩ কোটি টাকা। করোনা পরিস্থিতির মধ্যেও ব্যাংকটি গত পাঁচ মাসে তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। এরই মধ্যে ব্যাংকের সব শাখাতেই অনলাইন কার্যক্রম শুরু হয়েছে।
নতুন মহা ব্যবস্থাপকগণের নামের তালিকা
ব্যাংকটি বর্তমানে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যাংকটিতে অনেক কর্মকর্তাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।
-শিশির