ব্র্যান্ডঃ
দেশজুড়ে শুরু হয়েছে সেভেনআপ-এর নতুন ক্যাম্পেইন, যেখানে ভক্তরা পাচ্ছে বিশ্বের সেরা অলরাইন্ডার এবং সেভেনআপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের সাথে দেখা করার সুযোগ।

ক্যাম্পেইনের প্রমোশনাল অফার ও মজাদার নতুন একটি বিজ্ঞাপনে থাকছেন সাকিব। সেভেনআপ-এর যেকোনো পেট বোতল কিনে ক্যাপের নিচে ইউনিক কোডটি ২৬৯৬৯* নম্বরে এসএমএস করলে ভক্তরা পাবেন সাকিব আল হাসানের সাথে ডিনারের সুবর্ণ সুযোগ।

টিভিসি’র শুরুতে দেখা যায়, দীপু এই গরমে বাসে করে তার প্রিয় তারকা সাকিব আল হাসানের সাথে দেখা করতে যাচ্ছে।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুপারস্টার সাকিবের বাড়ির সামনে গিয়ে পৌছালে সে দেখে অসংখ্য ভক্ত সাকিবের পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে।

এর মধ্যে সাকিব তার গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় এবং ভক্তদের দেখে গাড়ির জানালা নামিয়ে হাত নেড়ে অটোগ্রাফ দেয়।

কিন্তু দীপু সাকিবের গাড়ির পেছনে দৌড়েও দেখা করতে ব্যর্থ হয়। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লে সেভেনআপ-এর স্মার্ট মাসকট ফাইডো ডাইডো তার সাহায্যে এগিয়ে আসে।

ফাইডো ডাইডো একটি স্কেটবোর্ড নিয়ে দীপুর পাশে আসে এবং তাকে সেভেনআপ-এর একটি ঠাণ্ডা, রিফ্রেশিং বোতল নিতে ইশারা করে।

বোতলে চুমুক দেওয়ার সাথে সাথেই দীপু রিফ্রেশমেন্ট অনুভব করে এবং ঠিক তখনই ফাইডো ডাইডো তাকে বোতলটি ঘুরিয়ে লেবেলটি দেখতে বলে ও ফ্রেশ ভাবতে বলে। লেবেলে সে লিখা দেখতে পায় “সেভেনআপ খাও, সাকিবের দেখা পাও”।

অতঃপর ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি ২৬৯৬৯ নম্বরে এসএমএস করে দীপু অবশেষে তার আইডলের সাথে সাক্ষাতের সুযোগ পায়। টিভিসি’র লিংক:

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily