সেনাবাহিনীর শীর্ষ পদে কিছু পরিবর্তন

সেনাবাহিনীর শীর্ষ পদে কিছু পরিবর্তন
সেনাবাহিনীর শীর্ষ পদে কিছু পরিবর্তন

প্রশাসনঃ

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কিছু পদে পরিবর্তন এনেছে।

২৪ ফেব্রুয়ারি, সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ক নির্দেশনা দিয়েছে। সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অ্যাডজুট্যান্ট জেনারেল, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ডিজি, নবম ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি পদে পরিবর্তন আনা হয়েছে।

মেজর জেনারেল মো. সাইফুল আবেদিনকে পূর্বের ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ডিজি পদ থেকে সাভার ক্যান্টনমেন্টের নবম পদাতিক ডিভিশনের জিওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল ইসলামকে ডিজিএফআইয়ের ডিজি পদে নিয়োগ দেয়া হয়েছে। নবম পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আকবর হোসেনকে কমান্ড্যান্ট অব ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ অ্যাট মিরপুর পদে নিয়োগ দেয়া হয়েছে।

বিদায়ী কমান্ড্যান্ট অব ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ অ্যাট মিরপুর মেজর জেনারেল এনায়েত উল্লাহকে অ্যাডজুট্যান্ট জেনারেল অ্যাট আর্মি হেডকোয়ার্টার্স পদে নিয়োগ দেয়া হয়েছে। অ্যাডজুট্যান্ট জেনারেল অ্যাট আর্মি হেডকোয়ার্টার্স যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

২০ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর অনুমোদন দিয়েছেন বলে খবরে বলা হয়।

-কেএম

FacebookTwitter