সারাদেশঃ
নওগাঁয় একটি ধানক্ষেতের সেচঘর থেকে অজ্ঞাতপরিচয় দুইজন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুন, বৃহস্পতিবার সকালে বদলগাছী উপজেলার চাংলা গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই ধানক্ষেতের মালিকের নাম আহসান হাবিব।

এ ঘটনায় নওগাঁ ও রাজশাহীর পুলিশের বিশেষ শাখার তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে সেচঘরে দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তারা থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরো জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ৩০ থেকে ৩২ বছর বয়সী দুই নারীর লাশ পড়ে আছে। লাশ দু’টির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাদের অন্য কোথাও হত্যা করে লাশ ওই সেচঘরে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরো জানান, এখনো নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily