সেই ফুটবলের রাজা পেলে মারা গেছেন

খেলার খবরঃ
ফুটবলের রাজা খ্যাত কিংবদন্তী তারকা পেলে ৮২ বছর বয়সে মারা গেছেন।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি৷

ক্যান্সারের কাছে হেরে গেলেন ফুটবলের রাজা। পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো হলেও পেলে নামেই বিশ্বজুড়ে সমাদৃত তিনি।

ফুটবলে আলো ছড়ানো এই ব্রাজিল কিংবদন্তি জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী তারকা পেলে। তার সর্বোচ্চ গোলের রেকর্ড আজও স্পর্শ করতে পারেনি কেউ।

হাসপাতালে চিকিৎসা চলছিল পেলের। কিছুদিন আগে প্রকাশিত চিকিৎসকদের রিপোর্ট ও পরিবারের ভাষ্য থেকে জানা যায়, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতালে তার চিকিৎসা চলবে বলেও জানানো হয়।

এবারের ক্রিসমাস ডে তার হাসপাতালেই কাটে। নতুন বছরের আলো জ্বলে ওঠার দুই দিন আগে নিভে গেল কিংবদন্তীর জীবন প্রদীপ।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily