সৃজনশীল, জনবান্ধব এবং সময়-নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের নির্দেশ

সৃজনশীল, জনবান্ধব এবং সময়-নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের নির্দেশ

জাতীয়ঃ
জনগণের স্বার্থে সরকারের সর্বস্তরে সংস্কার আনতে বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকল মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক বৈঠকে তিনি প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে সৃজনশীল, জনবান্ধব এবং সময়-নির্দিষ্ট (স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী) সংস্কারের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

এই পরিকল্পনাগুলো নিয়মিত মূল্যায়ন ও পর্যালোচনা করা হবে বলেও তিনি জানান।

বৈঠকে সরকারের সকল স্তরে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য ‘অগ্রসর হওয়ার নির্দেশ’ দেওয়া হয়েছে।

সংস্কার কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

“আমাদের নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে,” বৈঠকের পর এক বিবৃতিতে বলেন ড. ইউনুস।

তিনি আরও বলেন, “বৈষম্যহীন একটি মানবিক দেশ গড়ার জন্য জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীরা যে বিশ্বাস ও নির্ভীক চেতনা দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে আমাদের এই লক্ষ্য অর্জন করতে হবে।”

মূল থেকে দুর্নীতি কেটে, সেবা সহজ করে, জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করার আহ্বান জানান তিনি।

সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, জনসাধারণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে, সরকারি ক্রয়-বিক্রয়ে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সকল প্রকার বাধা দূর করতে হবে।

-্আরপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter