অনলাইনঃ

একাদশ জাতীয় নির্বাচনের পরদিন নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ ঘটনার মূলহোতা রুহুল আমিনকে দেয়া জামিন বাতিল করেছেন আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত আদালতের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ শনিবার এ আদেশ দেন।

গত ১৮ মার্চ এ বেঞ্চ আসামি রুহুলকে এক বছরের অন্তবর্তিকালীন জামিন দিয়েছিলেন। দু’দিন পর জামিন প্রাপ্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়। এরপরে রাষ্ট্রপক্ষ আসামির জামিন বাতিল চেয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত (রিকল পিটিশন) দেয়। ওই পিটিশনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য শনিবার সকালে হাইকোর্টের ওই বেঞ্চ বসে। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্যাতিতা ওই নারীর সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে রুহুল আমিনের নির্দেশে ১০-১২ জন তার বাড়িতে গিয়ে স্বামী-সন্তাদের বেঁধে তাকে মারধর ও পরে পালাক্রমে সবাই ধর্ষণ করে। যা সারা দেশে ব্যাপক নিন্দার ঝড় তোলে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily