বিনোদনঃ

প্রয়াত দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আমাদের ছেড়ে চলে গেছেন এক বছর হয়ে গেছে। কিন্তু, মৃত্যুর আগে তিনি একটি পূর্ণাঙ্গ অ্যালবামে কন্ঠ দিয়েছিলেন।

তানভীর তারেকের সুর-সংগীতে সেই অ্যালবামে সুবীর নন্দী মোট নয়টি গান গেয়েছেন।

সেই অপ্রকাশিত গান থেকে প্রথম গানটি প্রকাশ পেয়েছে আসন্ন ঈদ উপলক্ষে। গানের শিরোনাম ‘দূরের মানুষ’। স্যাড-রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে তানভীর তারেক।

গানের কথাগুলো হলো: ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়।’

তানভীর তারেক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘সুবীর দা’কে নিয়ে আমার অনেক স্মৃতি। বেশিরভাগ মধুর স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে।’

‘সুবীর দা’র সামনেই “দূরের মানুষ” গানটির সুর করেছিলাম,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এক বসায় সুর করা। সবার সামনে আমার কম্পোজিশনের ভীষণ প্রশংসা করতেন তিনি।’

গানটি ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

-এফকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily