বিনোদনঃ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)-এ লাইফ সাপোর্টে থাকা সংগীতশিল্পী সুবীর নন্দীর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ দুপুরে নন্দিত এই শিল্পীর উন্নতর চিকিৎসার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কাল এয়ার এম্বুলেন্সে করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ১৪ই এপ্রিল  থেকে সিএমএইচ-এর চিকিৎসক ব্রিগেডিয়ার তৌফিকের তত্ত্বাবধানে রয়েছেন সুবীর নন্দী।

এর আগে পহেলা বৈশাখের রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়।

হাসপাতালটির জরুরি বিভাগে থাকতেই হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily