বিনোদনঃ

বিশিষ্ট সংগীতশিল্পী সুবীর নন্দীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হয়নি। এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যার কারণে হঠাৎ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাত ১০ টা ৫৫ মিনিটে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আবার ফিরে আসে। এরপর সুবীর নন্দীকে আবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

সুবীর নন্দীর জামাতা ড. রাজেশ শিকদার এ কথা জানিয়ে গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুরের পর আবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। সুবীর নন্দীকে নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসে সোমবার রাত আটটায়।

সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি জানান, বরেণ্য এই সংগীতশিল্পীকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন সামন্ত লাল সেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily