অনলাইনঃ
নোয়াখালীর সুবর্ণচরে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৭ জনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে রোববার।

ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে।

মামলায় এজাহারভুক্ত সোহেল, স্বপন, ইব্রাহীম খলিল বেচু, বাদশা আলম বাসুকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া তদন্তে প্রাপ্ত দোষী হিসেবে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, জসিম উদ্দিন ও হাসান আলী ভুলুকে আটক করে।

Advertisement

গত রোববার রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে।

এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

এখনও পর্যন্ত সুবর্ণচরে গণধর্ষণ মামলার মূল পরিকল্পনাকারী হাসান আলী ভুলুসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily