জাতীয় সম্পদঃ
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। শুক্রবার (২ এপ্রিল) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া বন বিভাগ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সকল নৌযান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে জানান সুলতান আহমেদ। এ ছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও।
এর আগে করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাস থেকে সুন্দরবনসহ সাতক্ষীরা জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এতে জেলার শ্যামনগরের আশাক লীনা, কারামোড়া, দেবহাটার রুপসী ম্যানগ্রোভসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ হয়ে যায়। একপর্যায়ে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১ নভেম্বর থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে গেল শীত মৌসুমে পর্যটন এলাকাগুলো সচল হয়ে ওঠে।
সুন্দরবনের সাতক্ষীরার বুড়িগোয়ালিনী পর্যটকবহনকারী ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুল আলিম জানান, তাঁদের ওই এলাকায় পাঁচ শতাধিক ট্রলার রয়েছে। এর ওপর তাঁদের ভরণপোষণ চলে। সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ করে দেওয়ায় তাঁদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।
এর আগে করোনা নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা দেয়। তারই প্রেক্ষিতে দেশের সকল পর্যটন কেন্দ্র এবং পর্যটন সংশ্লিষ্ট হোটেল মোটেল ২ সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
-কেএম