আন্তর্জাতিকঃ

দক্ষিণ সুদানে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন অন্তত ১৭ আরোহী। গতকাল ২২ আগস্ট, শনিবার স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী জুবার কাছে বিধ্বস্ত হয় বিমানটি।

অ্যান্টোনভ এন-২৬ মডেলের কার্গো বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদে বলা হয়েছে।

বিধ্বস্ত বিমানটির মাত্র একজন আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি সকলেই ঘটনাস্থলে মারা গেছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ১৫ জন আরোহী ও দুই জন ক্রুর মরদেহ উদ্ধার করে। একমাত্র জীবিত ব্যক্তিকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল।

তিনি জানান, বিমানটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে বেশ কিছুসংখ্যক মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল।

তবে বিমানটিতে বেশি আরোহী ছিলেন না উল্লেখ করে দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily