ব্যবসা-বাণিজঃ
সুজুকি জিক্সার ২৫০ ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ গিফট কম্বো অফার নিয়ে আসলো সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড। সীমিত সময়ের এই বিশেষ অফারে থাকছে প্রয়োজনীয় গিয়ার, যা বাইকারের রাইডিং অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও উপভোগ্য করে তুলবে।

এই এক্সক্লুসিভ গিফট কম্বোতে থাকছে একটি সার্টিফাইড সুজুকি হেলমেট, একটি স্টাইলিশ পোলো শার্ট এবং একটি ব্র্যান্ডেড ক্যাপ যা জিক্সার ২৫০ রাইডারদের নিরাপত্তা, আরাম এবং স্টাইলের একটি পারফেক্ট কম্বিনেশন দেবে। সুজুকি-সার্টিফাইড হেলমেটটি রাইডিং এর সময় রাইডারকে সুরক্ষা দেবে, আর স্টাইলিশ পোলো শার্ট এবং ব্র্যান্ডেড ক্যাপের মাধ্যমে রাইডাররা সুজুকির প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করতে পারবেন।

সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড-এর হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, “জিক্সার ২৫০ সুজুকির ইঞ্জিনিয়ারিং দক্ষতার অন্যতম উদাহরণ, যা প্রিমিয়াম স্ট্রিট এবং স্পোর্টস বাইক সেগমেন্টে নিখুঁত, শক্তিশালী ও দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। এই বিশেষ গিফট কম্বোর মাধ্যমে, আমরা আমাদের গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতা আরও উন্নত করতে চাই যাতে করে তারাও এই দুর্দান্ত বাইকটির প্রতি তাদের ভালোবাসা প্রকাশের সুযোগ পায়। এই এক্সক্লুসিভ গিফট সেট রাইডিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করবে বলে আমরা আশাবাদী। আর, সুজুকি যে বরাবরের মত এবারও রাইডারদের নিরাপত্তা ও সন্তুষ্টির কথা মাথায় রেখেছে যা সুজুকির প্রতি রাইডারদের আস্থাকে আরও দৃঢ় করবে বলে আমাদের বিশ্বাস।”

গ্রাহকরা এই বিশেষ কম্বো গিফটটি সব সুজুকি অনুমোদিত শোরুমে স্টক থাকা পর্যন্ত উপভোগ করতে পারবেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।