সীমিত আকারে ইভিএম ব্যবহারের সম্ভাবনা

অনলাইন ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, সংবিধানের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হলে আগামী নির্বাচনে সীমিত আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

শুক্রবার সিলেটে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি রাজনৈতিক দলের সদস্যদের ইভিএম প্রদর্শনী ঘুরে দেখার পরামর্শ দিয়েছেন সিইসি। তিনি জানান, ইভিএম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএম কিভাবে ব্যবহার করতে হয় তা প্রদর্শনে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। পরে ভোটের ফল ঘোষণা করেন সিইসি।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় নিয়ে করা এক প্রশ্নের জবাবে সিইসি কে এম নুরুল হুদা বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter