বিনোদনঃ
দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানী সিঙ্গার বাংলাদেশ-এর সৌজন্যে আয়োজিত রিয়েলিটি গেইম শো ‘সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ ২০২০-এ।

রাত ৮টা ৫৫ মিনিটে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে অনুষ্ঠানটি প্রচারিত হবে। সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’র গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।

সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’র ১৩টি পর্ব ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রতি পর্বে ৭টি পরিবারের ২ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতি পর্বের সেরা পরিবারগুলোর মধ্য থেকে সর্বোচ্চ স্কোর করা ৭টি পরিবার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। গ্র্যান্ড ফিনালের আয়োজনে প্রতিযোগীদের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই ছাড়াও থাকছে তারকা শিল্পীদের জমজমাট পারফর্মেন্স।

আর সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’র গ্র্যান্ড ফিনালে বিজয়ী পরিবার পাবেন সিঙ্গারের পক্ষ থেকে গ্র্যান্ড প্রাইজ।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’ শুরু হয়। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হয়ে আসছিল। অনুষ্ঠানের প্রতিটি পর্ব কুইজ, রান্নার প্রতিযোগিতাসহ বিভিন্ন রোমাঞ্চকর রাউন্ডে সাজানো হয়েছিল।

বিশিষ্ট রন্ধনশিল্পী নাহিদ ওসমান শো’টির প্রতি পর্বে ঝপটপ রান্না প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily