স্বাস্থ্যঃ

গতকাল শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

আইইডিসিআর জানায়, সেখানে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই বাংলাদেশি চিকিৎসাধীন।

সংস্থাটির পরিচালক অধ্যাপক মীরজাদি সাবরিনা ফ্লোরা জানান, চিকিৎসাধীন দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজন শিগগির হাসপাতাল থেকে ছাড়া পাবেন আশা করছি। 

তিনি বলেন, ‘গুরুতর অবস্থায় থাকা বাংলাদেশির অবস্থার কিছুটা উন্নতি হলেও স্থিতিশীল ছিল না। তিনি এখন আইসিইউতে আছেন।’

আইসিইউতে নেওয়া ব্যক্তিই বিদেশের মাটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি। ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন।

তিনি বলেন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইতালি ছাড়া আর কোথাও কোনো বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। 

এছাড়া, চীনের উহান থেকে ভারতে আসা ২৩ বাংলাদেশিকে দিল্লি থেকে প্রায় ৪০ মাইল দূরে কোয়ারেন্টাইনে রাখার কথা উল্লেখ করেন তিনি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily